ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভোলার লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ঢল

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ৬ মে ২০২২   আপডেট: ২১:০৮, ৬ মে ২০২২
ভোলার লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ঢল

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ভোলার লঞ্চঘাটগুলোতে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে। এদের মধ্যে কেউ লঞ্চে, কেউ ফেরিতে, কেউ গ্রিন লাইনে আবার কেউ সি ট্রাকে করে ঢাকা বা চট্টগ্রামের দিকে ছুটছেন।

শুক্রবার (৬ মে) ইলিশা, দৌলতখান, চরফ্যাশন, বোরহানউদ্দিন ও লালমোহন ঘাট এলাকা ঘুরে দেখা যায়, যাত্রী বোঝাই করে প্রতিটি লঞ্চ ছেড়ে যাচ্ছে। এর মধ্যে, সবচেয়ে বেশি চাপ দেখা গেছে ইলিশা ঘাটে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত কাউছার হোসেন বলেন, ‘ঈদের ছুটিতে ভোলায় এসেছিলাম। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে আবার ঢাকায় ফিরছি। তবে ঘাটে যাত্রীদের অস্বাভাবিক চাপ, কিন্তু তবুও যেতে হবে।’

আরেক কর্মজীবী শাহনাজ আক্তার বলেন, ‘লঞ্চগুলোতে ভিড় হলেও কিছু করার নেই। কর্মস্থলে যেতেই হবে। তাই ভোগান্তি নিয়েই ফিরছি।’

ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘নৌযানগুলো যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই করতে না পারে, তা মনিটরিং করা হচ্ছে।’

মনজুর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়