ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পঞ্চগড় প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ৭ মে ২০২২  
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সাপ্তাহিক ছুটিসহ ঈদুল ফিতরে টানা সাত দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার (৭ মে) সকাল থেকে আমদানি-রপ্তানি শুরুর মধ্য দিয়ে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দরটি ব্যস্ত হয়ে উঠেছে। দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদের ছুটির পর এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আজ (শনিবার) শুরু হয়েছে।বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার অ্যান্ড অয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে শুক্রবার (৬ মে) পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিলো।

বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম সুপারিন্টেনডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, এক সপ্তাহ ছুটির পর সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। পণ্য লোড আনলোডসহ সকল কার্যক্রম চলছে। তবে ঈদের ছুটিতে বন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত রয়েছে।

ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে সাত দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। তবে ঈদে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট চালু রয়েছে।

আবু নাঈম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়