ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আদালতের রায় হতে অনেক দেরি, তাই দখলে যাচ্ছি’

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ৭ মে ২০২২  
‘আদালতের রায় হতে অনেক দেরি, তাই দখলে যাচ্ছি’

আদালতে চলমান মামলা। রায়ের তোয়াক্কা না করেই জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে বিবাদী পক্ষ। এ নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ। ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায়।

শনিবার (৭ মে) মামলা চলমান থাকা জমিটি দখলে নেওয়ার চেষ্টা করে বিবাদি পক্ষ। 

আদালতে চলমান মামলার তোয়াক্কা না করে দখলে যাওয়ার কারণ জানতে চাইলে বিবাদী পক্ষের মমতাজ বেওয়া বলেন, ‘আদালতের রায় হতে অনেক দেরি। তাই দখলে যাচ্ছি। প্রায় দুই যুগ ধরে মামলার কোনো সমাধান আসেনি। আর অপেক্ষা করতে পারব না।’

জানাগেছে, শিবগঞ্জ এলাকার কেন্দ্রীয় মসজিদের পাশের ৪৫ শতক জমির দাবিদার দীর্ঘ সময় থেকে দখলে থাকা ফয়জার উদ্দিনের উত্তরসূরি নজরুল ইসলাম। একই জমির মালিকানা দাবি করে বেশ কয়বার দখলের চেষ্টা করছিলো আ. সাত্তার নামে জনৈক ব্যক্তি। এ নিয়ে নজরুল ইসলাম বাদি হয়ে ২০০০ সালে আ. সাত্তারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যা এখন হাইকোর্টে চলমান। 

আ. সাত্তারের মৃত্যুর পর মামলার হাল ধরনে সাত্তারের স্ত্রী মমতাজ বেওয়া। তবে তিনি আর মামলার রায়ের অপেক্ষায় থাকতে রাজি নন। তাই দখলে যাওয়ার চেষ্টা করছেন।

মামলার বাদী নজরুল ইসলাম বলেন, ‘জমি নিজের দখলে থাকার পরও আদালতের দারস্থ হয়েছি। আদালত যে রায় দেবে সেটাই মেনে নেব। তবে বার বার তারা জমিটি দখলের চেষ্টা করছে। আজ জমির গাছ কাটছে। পুলিশ এসে একাধিকবার সাবধান করে দিলেও কোনো লাভ হয়নি।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ওই জমিতে আদালতের ১৪৪ ধারা জারি করা আছে। তাই এর আগে উভয় পক্ষকেই জমিতে যেতে নিষেধ করেছি। আজ আবার জমিতে ঝামেলা হচ্ছে মর্মে ৯৯৯ এ খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

হিমেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়