ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘আসানি’ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বরগুনা

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ৮ মে ২০২২   আপডেট: ১৪:০১, ৮ মে ২০২২
ঘূর্ণিঝড় ‘আসানি’ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বরগুনা

ঘূর্ণিঝড় ‘আসানি’ মোকাবেলায় বরগুনা উপকূলের ৬৪০ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করতে শুরু করেছে দায়িত্বরত কর্মকর্তারা। এছাড়াও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ঝড় মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। 

এদিকে ঝড়ের বিষয়ে আবহাওয়া দপ্তরের দেওয়া সতর্কতা সংকেত বৃদ্ধি পেলে জেলায় প্রস্তুত করা হবে মেডিক্যাল টিম। পাশাপাশি খোলা হবে কন্ট্রোল রুম। 

এদিকে মৎস্যজীবী নেতারা জানান, গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে উপকূলে ফিরে আসার জন্য বলা হচ্ছে।

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান রোববার (৮ মে) রাইজিংবিডিকে বলেন, ‘দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় প্রাথমিকভাবে বরগুনার সব আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে। যদি সংকেত বেড়ে যায় তাহলে দ্রুত সময়ের মধ্যে যেন আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া যায় সেজন্য অগ্রিম প্রস্তুতি নেওয়া হয়েছে। বাকি প্রস্তুতি আবহাওয়ার উপরে নির্ভর করে নেওয়া হবে।’

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরগুনার টিম লিডার জাকির হোসেন মিরাজ বলেন, ‘সিপিপি স্বেচ্ছাসেবকরা উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ মানুষের জন্য কাজ করে। এখনো আবহাওয়া পরিবর্তন হয়নি। তবে, বরগুনার ৬টি উপজেলায় সাড়ে ৬ হাজার স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে।’

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘দুই নম্বর সতর্ক সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া সব ট্রলারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদেরকে উপকূলে ফিরে আসার জন্য বলা হয়েছে।’ 

আরো পড়ুন: ঘূর্ণিঝড় আসানি: পায়রাসহ সব বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত 

ঘূর্ণিঝড় ‘আসানি’র আশঙ্কা বাড়ছে

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়