ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জুরাছড়িতে ডায়রিয়ার প্রকোপ

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ৮ মে ২০২২  
জুরাছড়িতে ডায়রিয়ার প্রকোপ

রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন রোগী ভর্তি রয়েছেন।

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,  উপজেলার দুর্গম এলাকার পাহাড়ি পরিবারগুলো ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। উপজেলার জুরাছড়ি সদর ইউনিয়নের গবাছড়ি, জনতাপাড়া ও লুলাংছড়ি গ্রামের ৪০ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজন শিশু ছাড়া সকলে বয়স্ক ও মধ্যবয়স্ক। 

তবে স্বাভাবিকতার চেয়ে আক্রান্তের সংখ্যা বাড়লেও মহামারি আকার ধারণ করেনি বলে জানিয়ে স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা বলেন, গত সপ্তাহে ৩০-৪০ জন ডায়রিয়ার রোগী চিকিৎসা নিয়েছেন। এখন হাসপাতালে ৯ জন রোগী ভর্তি আছেন। মহামারি আকার ধারণ না করলে প্রকোপ আস্তে আস্তে বাড়ছে। 

রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন,   বর্তমানে জুরাছড়ি উপজেলা হাসপাতালে ৯ জন রোগী ভর্তি আছে। এটি কিসের থেকে হয়েছে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পানিবাহিত হতে পারে। 

তিনি বলেন, এতে আতঙ্কিত হওয়ার মতো নয়। আজ রোববার (৮ মে) ডায়রিয়া আক্রান্ত বিভিন্ন গ্রাম-এলাকায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম যাবে। 

বিজয়/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়