ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়ায় বেড়েছে ভোগান্তি

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৯ মে ২০২২   আপডেট: ১৩:১১, ৯ মে ২০২২
বৈরী আবহাওয়ায় দৌলতদিয়ায় বেড়েছে ভোগান্তি

ফেরি পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে দাঁড়িয়ে রয়েছে প্রচুর সংখ্যক বাস

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এছাড়া প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঢাকার দিকে আসা মানুষের কারণে এই রুটের দৌলতদিয়া অংশে সোমবার (৯ মে) যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ফলে চালক ও যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন।

সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৫ কিলেমিটার জুড়ে যাত্রীবাহী বাস ও পণ্য বোঝাই ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে।

বিআইডাব্লিউটিসি জানায়, ঈদের ছুটি শেষে অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া শিমুলিয়া- বাংলাবাজার রুটের ফেরি চলাচল ব্যাহত এবং ঈদের পর ট্রাক চলাচল শুরু হওয়া এই জটের অন্যতম কারণ।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাতায়াতকারী যাত্রীরা জানান, অব্যবস্থাপনা, ঘাট ও ফেরি সংকট, ফেরি চলাচলে ধীরগতির জন্য তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

ফরিদপুর থেকে আসা ইউসুফ নামে এক যাত্রী বলেন, ‘ফেরিতে উঠতে প্রায় ৬/৭ ঘণ্টার মতো সময় লাগছে। যাত্রীবাহী বাসকে শুনি প্রাধান্য দেওয়া হয়। তাহলে বাসের ফেরি পেতে এতো সময় লাগবে কেন?’

মাগুরা থেকে আসা শ্রাবনী নামের অপর এক যাত্রী বলেন, ‘সারা বছরই নানান কারণে দৌলতদিয়া ঘাটে জট লেগেই থাকে। কর্তৃপক্ষ যদি একটু সচেতন হয় তাহলে মনে হয় না এতোটা জট থাকতো।’

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, বর্তমানে ২০টি ফেরি চলাচল করছে এই নৌ পথে।’ 

ফেরির ধীর গতির বিষয় নাকোচ করে দিয়ে তিনি আরো বলেন, ‘ফেরির গতি ঠিকই আছে। যানবাহনের অতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয়েছে।’

সুকান্ত/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়