ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটের পর্যটনকেন্দ্রগুলো টোলমুক্ত করার প্রস্তাব যাচ্ছে মন্ত্রণালয়ে

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১০ মে ২০২২   আপডেট: ১৭:০২, ১০ মে ২০২২
সিলেটের পর্যটনকেন্দ্রগুলো টোলমুক্ত করার প্রস্তাব যাচ্ছে মন্ত্রণালয়ে

সিলেটের সকল পর্যটনকেন্দ্রকে টোলমুক্ত করার প্রস্তাবনা পাঠানো হচ্ছে মন্ত্রণালয়ে। সেইসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত জাফলং পর্যটনকেন্দ্রে টোল আদায় বন্ধ থাকবে বলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে। 

মঙ্গলবার (১০ মে) সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.মজিবর রহমান।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পর্যটনের বিকাশে সিলেটের সকল পর্যটনকেন্দ্রকে টোলমুক্ত করার প্রস্তাব করেন। তার সঙ্গে উপস্থিত জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যমত পোষণ করেন। এরপর সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমান তাদের প্রস্তাবে সমর্থন দেন। 

জেলা প্রশাসক বলেন, জেলা আইনশৃঙ্খলা সভার পরবর্তী মিটিংয়ে বিস্তারিত আলোচনা করে পর্যটন মন্ত্রণালয় বরাবর টোলমুক্ত পর্যটনকেন্দ্র করার প্রস্তাব পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত জাফলং পর্যটন কেন্দ্রে টোল আদায় বন্ধ থাকবে বলে জেলা প্রশাসক সিদ্ধান্ত দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নূর আহমদ/সুমি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়