ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লা সিটি নির্বাচনে ভোট হবে ইভিএমে

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ১১ মে ২০২২  
কুমিল্লা সিটি নির্বাচনে ভোট হবে ইভিএমে

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী

দেশের আলোচনায় এখন কুমিল্লা সিটি নির্বাচন। প্রতীক, প্রার্থীতা আর মনোনয়নের দৌঁড়ে কোনো প্রার্থীরা রয়েছেন তা নিয়েই এখন আলোচনা চলছে নগরী জুড়ে। দলীয় প্রতীক পেতে এখন পর্যন্ত দশ ব্যক্তির নাম গেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। 

এদিকে বিগত দুই নির্বাচনে নিজেদের দখলে থাকা কুমিল্লা সিটিতে এবার প্রার্থী দিচ্ছে না বিএনপি।  

২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এটি কুমিল্লা সিটি করপোরেশন তৃতীয় নির্বাচন। তবে এ বছর প্রথম বারের মতো এখানকার নির্বাচনে ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হতে যাচ্ছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী একথা জানান। 

শাহেদুন্নবী চৌধুরী জানান, ‘কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডের ১০৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সব ক’টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএমে। এর জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরো বলেন, ‘ভোট গ্রহণের তিন থেকে চারদিন আমরা একটি ডেমু ভোটের আয়োজন করবো। সেখানে সারাদিন ব্যাপী ভোটারদের ইভিএমে ভোট প্রদানের পদ্ধতি শেখানো হবে।’

বিগত স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমে ভোট প্রদানে অনেকের আঙ্গুলের ছাপ না আসা ও ভোট দিতে না পারার বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘সিটিতে অধিকাংশ নাগরিকের স্মার্ট কার্ড আছে। যার কারণে আঙ্গুলের ছাপের বিকল্প স্ক্যানিং সিস্টেম ব্যবহার করা যাবে। অনেকের স্মার্ট কার্ড নেই। এই বিষয়টি মাথায় রেখে সবাই যেন ভোট দিতে পারেন সে লক্ষে কাজ করে যাবো।’  

কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৬ হাজার ১৯১, পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৬০০জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন একজন। 

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২৫ এপ্রিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে। আগামী ১৯ মে মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। ২৬ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১৫ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।

শরীফ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়