ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

৬ হাজার লিটার তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ১১ মে ২০২২   আপডেট: ২২:১৪, ১১ মে ২০২২
৬ হাজার লিটার তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার কাহালুতে অবৈধভাবে ছয় হাজার লিটার সয়াবিন তেল মজুদ করায় আরিফুল ইসলাম আরিফ নামে এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করে তেল জব্দ করার পর ওই ব্যবসায়ীকে জরিমানা করেন।

ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘জব্দকৃত তেল ১৬০ টাকা লিটার হিসেবে ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে বগুড়ার নামাজগড়ে এক ডিলারের গুদাম থেকে ৬৮৪ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুরে বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈমের নেতৃত্বে ‘লক্ষ্মী ট্রেডার্স’ নামে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

জান্নাতুল নাঈম বলেন, ‘জব্দকৃত তেল বোতলের গায়ে লেখা নির্ধারিত দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়েছে।’

এনাম/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়