ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তেল মজুত রাখায় ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১২ মে ২০২২   আপডেট: ১৩:০৩, ১২ মে ২০২২
তেল মজুত রাখায় ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলা এলাকার মেসার্স কাজল স্টোর নামের একটি দোকানের গোডাউন থেকে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বটতলা হাট এলাকার ওই দোকানের গুদামে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক উসমান গণি। 

উসমান গণি জানান, মেসার্স কাজল স্টোরের গোডাউনে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনটি থেকে পাঁচ ও এক লিটারের সাড়ে ৪ হাজার বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়। ওই স্টোরের স্বত্বাধিকারী কাজলকে তেল মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরো জানান, উদ্ধার করা তেল বাজরজাত করতে নির্দেশ দেওয়া হয়েছে। 
 

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়