ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

তেল মজুত রাখায় তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ১২ মে ২০২২  
তেল মজুত রাখায় তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

নওগাঁয় তিনটি দোকানে অভিযান চালিয়ে ৭৫৩ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তিনটি দোকানের মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহষ্পতিবার (১২ মে) শহরের আটাপট্টি এলাকার কিরন ট্রেডার্স ও রঞ্জিত পাল এবং গোস্ত হাটির মোড় এলাকার আজাদ ষ্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের সহকারী পরিচালক শামীম হোসেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শামসুল হক উপস্থিত ছিলেন।

শামীম হোসেন জানান, ৩টি দোকান থেকে এক লিটার, দুই  লিটার ও পাঁচ লিটার বোতলের মোট ৭৫৩ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে তেল মজুত রাখার অভিযোগে কিরন ট্রেডার্সকে ৩০ হাজার, রঞ্জিত পালকে ২৫ হাজার এবং আজাদ ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার করা তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।  

সাজু/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়