ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৯২০ লিটার তেল উদ্ধার, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ১২ মে ২০২২  
৯২০ লিটার তেল উদ্ধার, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীতে অবৈধভাবে মজুদকৃত ৯২০ লিটার সয়াবিন তেল উদ্ধার ও দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সোহেল চাকমা বলেন, ‘ফেনীর পৌর হকার্স মার্কেটের আলাম বাতাসের গোডাউনে অবৈধভাবে মজুদকৃত ১৬০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরো বলেন, ‘অপরদিকে ফেনীর বড় বাজারের ইসলামপুর রোড ভূঁইয়া ব্রাদার্সকে ৭৬৮ লিটার তেল অবৈধভাবে মজুদ করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত তেল উপস্থিত জনগণের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।’

সৌরভ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়