ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেরপুরে ৩৬৩৮ লিটার তেল জব্দ, লাখ টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ১২ মে ২০২২  
শেরপুরে ৩৬৩৮ লিটার তেল জব্দ, লাখ টাকা জরিমানা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে মজুদকৃত ৩ হাজার ৬৩৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত তেলের মূল্য প্রায় ৫ লাখ ৮৩ হাজার টাকা। 

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীনের ভ্রাম্যমাণ আদালত মালিঝিকান্দা ইউনিয়নের গোবিন্দগঞ্জ (তিনানী) বাজারে অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ হাজার ৬৩৮ লিটার সয়াবিন তেল মজুদ করার অপরাধে তিনানী বাজারের মেসার্স সততা স্টোরের মালিক মো. মাসুদ কবিরকে ৫০ হাজার টাকা ও মেসার্স ব্রাদার্স স্টোরের মালিক মো. নাজমুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে উভয়কে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন। 

এ ছাড়াও আনোয়ার হোসেন নামে ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য বিক্রির অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরে উদ্ধারকৃত তেলের মধ্যে ২০ লিটার তেল স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। অবশিষ্ট তেল বোতলের গায়ে লেখা ১৬০ টাকা লিটার দরে ক্রেতাদের মধ্যে বিক্রয় করা হয়। 

এ সময় পুলিশের এসআই মাসুদ হাসান, বাজারের ইজারাদার, বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন। 

তারিকুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়