ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ১৩ মে ২০২২   আপডেট: ২১:০৫, ১৩ মে ২০২২
চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

পটুয়াখালীর গলাচিপায় চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

গত ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল দফায় দফায় তাকে মারধর করা হয়। এ ঘটনার পর থেকে ওই কিশোর নিখোঁজ রয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ৮৫ হাজার টাকা চুরির অপবাদে ওই কিশোরকে গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বেঁধে বোয়ালিয়া এলাকার হজরত আলী নামে এক ব্যক্তি মারধর করছেন। এসময় আশপাশের লোকজন দাঁড়িয়ে বিষয়টি দেখেছেন। মারধরে কিশোরের শরীরে রক্তাক্ত জখম হতেও দেখা গেছে।

ভুক্তভোগী কিশোরের পরিবারের অভিযোগ, ৯ মে থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। তবে ১১ মে রাতের পর থেকে ওই কিশোরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নির্যাতিত কিশোরের সৎ মা বলেন, ‘আমরা ঢাকায় থাকি। ছেলে বাড়িতে থাকতো। খবর পেয়ে বাড়িতে এসেছি। আমার ছেলেকে টাকা চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়। তাকে দফায় দফায় তিন দিন হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া অমানবিক নির্যাতন করেন। এরপর থেকে ছেলেকে খুঁজে পাচ্ছি না।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সওকত আনোয়ার ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পটুয়াখালীর পুলিশ সুপার মোহম্মদ শহীদুল্লাহ বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

ইমরান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়