ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

নোয়াখালীতে ২৩৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ১৩ মে ২০২২   আপডেট: ২২:৪৫, ১৩ মে ২০২২
নোয়াখালীতে ২৩৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে ২৩৫০ লিটার মজুদ সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৩ মে) দিনব্যাপী চৌমুহনী বাজারের বিভিন্ন স্থানে অভিযানের চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিকার অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি বলেন, ‘ভোজ্যতেলের বাজার তদারকি ও দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে দিনব্যাপী চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স এন এস ট্রেডার্স ও নিউ ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে ২৩৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার ও দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।’

কাওছার মিয়া বলেন, ‘উদ্ধার হওয়া তেল উপস্থিত ভোক্তাদের মাঝে লিটার প্রতি ১৬০ টাকা ও পাঁচ লিটার বোতল ৭৬০ টাকা দরে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সুজন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়