ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১৪ মে ২০২২   আপডেট: ১৩:০৬, ১৪ মে ২০২২
বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়তে শুরু করায় সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বিভিন্ন স্থানে পানি উঠে সিলেটের সঙ্গে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানিবন্দী অবস্থায় আছেন এসব এলাকার হাজারো মানুষ।

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সারী ও বড় নয়াগং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চার দিনের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসল ও মাছের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম বলেন, ‘বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়া এলাকার খবর রাখা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সদস্যদের বন্যা পরিস্থিতিতে সতর্ক থাকতে বলা হয়েছে।’

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, ‘কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতি এখনও বিপদসীমা অতিক্রম করেনি। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।’

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিলুর রহমান বলেন, ‘বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’

নূর আহমদ/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়