ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৩০০ লিটার তেল জব্দ, বোতলে লেখা মূল‌্যে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ১৪ মে ২০২২  
১৩০০ লিটার তেল জব্দ, বোতলে লেখা মূল‌্যে বিক্রি

ছবি: রাইজিংবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১৩ শ’ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত তেল উপস্থিত ক্রেতাদের মাঝে প্রতি পাঁচ লিটার ৭৬০ টাকা করে (বোতলের লেখা মূল‌্য) বিক্রি করা হয়।

শনিবার (১৪ মে) দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে শহরের আনন্দ বাজারের নিয়ামত স্টোরে এ অভিযান চালানো হয়।

এ ছাড়া অবৈধভাবে সয়াবিন তেল মজুতের অপরাধে দোকান মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরে সাংবাদিকদের মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দ বাজারের নিয়ামত স্টোরে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে দোকান মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দকৃত তেল বোতলে লেখা দামে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

মাইনুদ্দীন রুবেল/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়