ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৬ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১৫ মে ২০২২   আপডেট: ১৩:২৬, ১৫ মে ২০২২
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৬ মাসের কারাদণ্ড

 সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার রাতে খাষকাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে মোফাজল হোসেন (৪৫) নামে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৫ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। মোফাজল হোসেন নারায়নগঞ্জ জেলার আড়াই হাজারের ধুনুকসাথী গ্রামের কেরামত আলী ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে যমুনা নদীতে বালু উত্তোলন করে বিক্রি করছেন ওই ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার খাষকাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার ড্রেজার, আনলোড, লোড, বাল্কগ্রেড জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জব্দ করা মালামাল নৌ পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

রোববার (১৫ মে) সকালে সাজাপ্রাপ্ত মোফাজল হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন নৌ-পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, থানা পুলিশ ও আনসার ভিডিপি’র সদস্যরা।

অদিত্য রাসেল/সুমি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়