ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাভারে মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৫ মে ২০২২  
সাভারে মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সাভারের একটি তৈরি পোশাক কারখানায় মেশিনের নিচে চাপা পড়ে তারা মিয়া (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুরবান আলী।

এর আগে, শনিবার (১৪ মে) রাতে কাজী আবেদীন টেক্স লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে৷

নিহত তারা মিয়া সাভারের বনপুকুর এলাকার মো. সিরাজের ছেলে। তিনি কাজী আবেদীন টেক্স লিমিটেড কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে কারখানায় মেশিন সারানোর কাজ চলছিল। এ সময় তারা মিয়া সেখানে সাহায্যের কাজ করছিলেন। এ সময় একটি মেশিন তারা মিয়ার উপরে গিয়ে পড়ে। এতে তারা মিয়া গুরুতর আহত হন। পরে কারখানার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন।

শিল্প পুলিশ-১-এর সাভার জোন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুরবান আলী বলেন, শনিবার রাতে কারখানায় শ্রমিক আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তার লাশ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। 

সাব্বির/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়