ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জামালপুরে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৫ মে ২০২২  
জামালপুরে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু 

জামালপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু হয়েছে।

রোববার (১৫ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে সিংহজানি খাদ্য গুদামে এ ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, জামালপুর পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন, মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু প্রমুখ।

সদর উপজেলায় এ বছর ৪৮৪৭ মে.টন ধান ও ১৬৪৪২ মে.টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য ২৭ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৪০ টাকা ও আতপ ৩৯ টাকা।

সেলিম/টিপু 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়