ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি 

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ১৫ মে ২০২২  
বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি 

সাভারের রাজফুলবাড়িয়ায় ১৫ দিনের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা কারখানাটির ভেতরে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। 

রোববার (১৫ মে) দুপুরে গোল্ডেন স্টেজ লিমিটেডে কারখানায় এ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। 

শ্রমিকরা জানায়, ঈদের সময় শ্রমিকরা ছুটিতে বাড়ি যায়। সে সময় তাদের এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়া হয়। ঈদ শেষে সবাই কাজে যোগ দিলেও কারখানা কর্তৃপক্ষ তাদের বাকি ১৫ দিনের বকেয়া বেতন দেয়নি। তাই ১৫ দিনের বেতন ও ভাতার দাবিতে তারা আজ কাজ বন্ধ করে আন্দোলন করছেন। 

কর্মবিরতির বিষয়টি অস্বীকার করে গোল্ডেন স্টেজ লিমিটেডে কারখানার অ্যাডমিন ম্যানেজার মামুন ইসলাম বলেন, ‘আজ (রোববার) কোনো আন্দোলনের খবর আমি শুনিনি। আর এমন কোনো আন্দোলনও আমাদের এখানে হয়নি৷’ 

শিল্প পুলিশ-১-এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুরবান আলী বলেন, ‘শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে। আমি এখানে উপস্থিত রয়েছি। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে৷’ 

সাব্বির/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়