ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হালদায়  নমুনা ডিম ছেড়েছে মা মাছ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৬ মে ২০২২   আপডেট: ১৫:২১, ১৬ মে ২০২২
হালদায়  নমুনা ডিম ছেড়েছে মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। ব্যাপক আকারে ডিম ছাড়ার পূর্ব লক্ষণ হিসেবে নমুনা ডিম পাওয়া যাওয়ায় জেলেরা ডিম সংগ্রহ করতে নদীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। 

সোমবার (১৬ মে) ভোরে হালদায় নমুনা ডিম ছেড়েছে বলে নিশ্চিত করেছেন পোনা আহরণকারীরা। 

হালদা গবেষক ড. মনজুরুল কিবরিয়া দুপুরে রাইজিংবিডিকে জানান, সোমবার ভোরের দিকে হালদার বিভিন্ন অংশে ডিম ছেড়েছে মা মাছ। ডিম ছাড়ার পরিমাণ নমুনা ডিমের চেয়েও একটু বেশি। তবে ব্যাপকহারে ডিম ছাড়ার পূর্ব লক্ষণ হচ্ছে এই নমুনা ডিম ছাড়ার ঘটনা। বৃষ্টি ও পাহাড়ী ঢল সৃষ্টি হলে মা মাছ ব্যাপক আকারে ডিম ছাড়বে। 

এদিকে নমুনা ডিম ছাড়ার পর হালদায় ডিম সংগ্রহে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন পোনা সংগ্রহকারী জেলেরা। হালদার হাটহাজারী উপজেলা অংশের গড়দুয়ারা নয়া হাটসহ বিভিন্ন এলাকায় ছোট ছোট নৌকা নিয়ে জেলেরা অবস্থান নিয়েছেন। 

উল্লেখ্য, বিভিন্ন মৌসুমে হালদা নদী থেকে ৭ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করেন পোনা সংগ্রহকারীরা।

রেজাউল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়