ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্দোষ প্রমাণিত হওয়ায় যা বললেন টিটিই শফিকুল

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১৬ মে ২০২২   আপডেট: ১৬:৫৮, ১৬ মে ২০২২
নির্দোষ প্রমাণিত হওয়ায় যা বললেন টিটিই শফিকুল

তদন্ত কমিটির প্রতিবেদনে নির্দোষ প্রমাণিত হয়েছেন আলোচিত রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। নির্দোষ প্রমাণিত হওয়ার পর সোমবার (১৬ মে) বিকেলে এক প্রতিক্রিয়ায় শফিকুল বলেন, ‘আমি ন্যায় বিচার পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। তিনি আমার সম্মান রেখেছেন।’ 

সেইসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি আগে যেভাবে সততা নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, সেইভাবে দায়িত্ব পালন করে যাবো।’

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয়দের বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে জরিমানা করেন পাবনার ঈশ্বরদীর টিটিই শফিকুল ইসলাম। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সেটি প্রত্যাহারও করা হয়। এই বরখাস্তের ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে টিটিইকে নির্দোষ বলা হয়েছে। 

সোমবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম। এরপর সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম।

এর আগে গত ৭ মে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পরে আরও তিন দিন সময় বাড়ানো হয়। 

টিটিই শফিকুল বলেন, ‘ওইদিন কোনো যাত্রীর সঙ্গে আমি অসদাচরণ করিনি, সেটা শুরু থেকে বলে আসছি। তদন্তেও সেটা প্রমাণিত হলো। আমার কোনো সহকর্মী বা রেলের স্টাফের প্রতি ক্ষোভ নেই।’ 

তদন্তে টিটিই শফিকুল ইসলাম মাদকাসক্ত বা মানসিক হীনমন্যতায় ভোগেন- ডিসিও নাসির উদ্দিনের এমন অভিযোগও মিথ্যা প্রমাণিত হয়েছে। 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শফিকুল ইসলাম বলেন, ‘আমি কোনোদিন এক কাপ চাও খাইনি, মাদক তো অনেক দূরের বিষয়। আসলে ডিসিও স্যার কেন এমনটা বলেছিলেন, তিনি ভালো জানেন। আর স্যাররা যেটা ভালো মনে করেছেন, সেটা করেছেন। এখানে আমার কিছু বলার নেই। আমি ন্যায়বিচার পেয়েছি, তাতেই খুশি।’ 

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়