ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ১ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ১৮ মে ২০২২  
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ১ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ রোহিঙ্গার মধ্যে আরও ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৭ মে) রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

নিহত ৭ বছর বয়সী হাফিজুল ইসলাম উখিয়া ক্যাম্প-১, ডি/৪ ব্লকের বাসিন্দা আলী আহমদের ছেলে। এসপি নাইমুল হক জানান, ১২ মে কুতুপালং ক্যাম্প-১ ডি/৪ ব্লকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ রোহিঙ্গা দগ্ধ হয়। প্রথমে তাদের কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ২ জনের মৃত্যু হয়। পরে রাতে আরও ১ জনের মত্যু হয়।

নুর আলমের স্ত্রী গ্যাসের চুলায় রান্না বসাতে গেলে সেখানে পাইপে আগুন লেগে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ছেলে ও বেড়াতে আসা লোকজন দগ্ধ হয়। তখন তাদের বসতঘরও পুড়ে যায়।

তারেকুর/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়