ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের ইমরান

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১৮ মে ২০২২   আপডেট: ১০:২৭, ১৮ মে ২০২২
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের ইমরান

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নাবীর কাছে ইমরানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জসিম উদ্নিন আহমেদ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান। তিনি কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ও কেন্দ্রীয়  আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য।

মঙ্গলবার (১৭ মে) বিকেল ৪টার দিকে মাসুদ পারভেজ খান ইমরানের পক্ষে তার মনোনয়ন জমা দেন জসিম উদ্দিন আহমেদ নামের এক স্কুলশিক্ষক।

জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘মাসুদ পারভেজ খান ইমরান নির্বাচন করবেন। আমরা বিদ্রোহী প্রার্থী হিসেবে এখানে আসি নাই। আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবেই এসেছি এবং মনোনয়ন পত্র জমা দিয়েছি।’ 

কেন মাসুদ পারভেজ খান ইমরান প্রার্থী হয়েছেন এমন প্রশ্নের জবাবে জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনে নানা সমস্যা রয়েছে। তিনি একজন ক্লিন ইমেজের নেতা। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’ 

কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নাবী চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত  ৬ জন মেয়র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, দলটি থেকে স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান, বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, ইসলামি আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল রয়েছেন।’

শরীফ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়