ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৯ মে ২০২২   আপডেট: ১৩:৩১, ১৯ মে ২০২২
সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু 

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচ জন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সুন্দরপাহাড়ি গ্রামের আজিজ মিয়ার ছেলে আমিরুল ইসলাম (১২), একই এলাকার ফজর আহমেদের মেয়ে লিপি আক্তার (১৩) ও আব্দুল হেকিমের মেয়ে তাউহিদা আক্তার (১৩)। 

বাদাঘাট ফাড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে হাওরে বাদাম তুলতে যান সুন্দরপাহাড়ি গ্রামের লোকজন। দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় অনেকে বাড়িতে যায়। তবে ওই তিন শিশুসহ ১০ জন লোক হাওরের একটি ছাউনিতে আশ্রয় নেয়। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তিন জন নিহত হয় ও পাাঁচ জন আহত হয়। 

আল আমিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়