ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৯ মে ২০২২   আপডেট: ১৩:৫০, ১৯ মে ২০২২
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন কেসিসি মেয়র

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের গেছেন। 

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টা ৩৫ মিনিটে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়ের। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. রেদওয়ান মারুফ।

রেদওয়ান মারুফ জানান, ‘মেয়র আগের থেকে অনেকটা সুস্থ। তিনি পায়ে হেঁটে বিমানে উঠেছেন।’

তিনি আরো জানান, সিটি মেয়রের সঙ্গে রয়েছেন তার স্ত্রী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, ভাইজি সুমাইয়া সুলতানা মেঘলা ও তার জামাই মঈনুল ইসলাম।

গত ৭ মে জ্বর নিয়ে তালুকদার আব্দুল খালেক খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন। পরদিন ৮ মে থেকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত। 

গত বছর তার প্রস্টেট গ্ল্যান্ডে অপারেশন হয়েছিল। বর্তমানে অপারেশনের ওই স্থানে ইনফেকশনসহ নানা সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

নূরুজ্জামান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়