ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় নিন্দা 

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৯ মে ২০২২  
ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় নিন্দা 

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়ার উপর সিএনজি অটোরিকশা চালকদের হামলার ঘটনায় নিন্দা জানানো হয়েছে। একই সাথে চেয়ারম্যানের উপর হামলাকারী সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের প্রতি দাবি জানানো হয়েছে।

বুধবার (১৮ মে)  দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই নিন্দা প্রস্তাব গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। 

এছাড়া সভায় শায়েস্তাগঞ্জের সুরুজ মিয়ার ওয়ান টেন জুয়া খেলার আসর বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে র‌্যাবের প্রতি আহবান জানানো হয়েছে।

এমপি আবু জাহির বলেন, ‘চেয়ারম্যানের ওপর হামলাকারী কাউকে ছাড় দেওয়া যাবে না। সে যেই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় নিতে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশজুড়ে ব্যাপক উন্নয়ন পরিচালনা করছেন। উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূল জনগণ বার বার নৌকায় ভোট দিচ্ছে।’   

সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র মো. ফরিদ আহমেদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মোতাহার হোসেন, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব প্রমুখ। 

সভা সূত্রে জানা গেছে, সম্প্রতি ইউপি চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া ওলিপুরে যাওয়ার পথে একদল সিএনজি অটোরিকশা শ্রমিক তার হামলা চালায়। শ্রমিকরা এ সময় চেয়ারম্যানের কাছে চাঁদাও দাবি করে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২২ জনকে আসামি করা হয়। পরে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা পলাতক।

মামুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়