ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পুলিশের কব্জি কেটে নেওয়া আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৮, ২০ মে ২০২২  
পুলিশের কব্জি কেটে নেওয়া আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

বাঁয়ে আসামি কবির, ডানে পুলিশ কনস্টেবল জনি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের হাতের কব্জি কেটে নেওয়া কবির আহাম্মদকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (১৯ মে) রাত ১১টার দিকে লোহাগাড়া উপজেলার দুর্গম পাহাড়ে পালিয়ে থাকা অবস্থায় এই আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

চট্টগ্রামস্থ র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ সদস্যের কব্জি কেটে নেওয়া আসামির অবস্থান নিশ্চিত হয়ে লোহাগাড়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে র‌্যাব এই আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যাপারে শুক্রবার সকাল ১১টায় বিস্তারিত জানানো হবে। 

উল্লেখ্য, গত ১৬ মে সকালে লোহাগাড়া থানার এসআই ভক্ত দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম পরোয়ানাভুক্ত আসামি কবির আহমদকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়। এসময় এই আসামি ধারালো অস্ত্র দিয়ে পুলিশ কনস্টেবল জনির বাম হাতে কোপ দিলে তার কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় অপর একএএসআই ও এক কনস্টেবল আহত হন। ঘটনার পর পালিয়ে যান আসামি কবির আহম্মদ। 

রেজাউল করিম/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়