মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ভোলার চরফ্যাশনে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আব্দুল বারেক (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মে) সকালে চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত বারেক ওই গ্রামের মৃত আসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কৃষক বারেক তার বাড়ির পাশে মাঠে গরু চড়াতে যায়।
এ সময় বৃষ্টির সাথে হঠাৎ করেই বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ধরনের একটি খবর আমরা পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।
মনজুর/টিপু
আরো পড়ুন