ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জামালপুরে পাহাড়ি ঢলে বাঁধে ধস 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২০ মে ২০২২   আপডেট: ১৪:৪১, ২০ মে ২০২২
জামালপুরে পাহাড়ি ঢলে বাঁধে ধস 

জামালপুরের ইসলামপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের পানি বেড়ে দাঁড়িয়েছে ৭৮ সেন্টিমিটার।

শুক্রবার (২০মে) সকাল পর্যন্ত জেলার ইসলামপুর কুলকান্দি হার্ড পয়েন্টের বাম তীর সংরক্ষণ প্রকল্পের বাঁধের ৩০ মিটার অংশে ধস নামে। এতে ভাঙনের মুখে পড়েছে স্কুল, মাদরাসাসহ নদীর তীরবর্তী এলাকা। 

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতের আসাম ও মেঘালয়ে অতিবৃষ্টির কারণে যমুনা নদীর পানি বেড়েছে ফলে এখানে ভাঙন দেখা দিয়েছে। বাঁধ ধস রোধে জিওব্যাগ ড্যাম্পিং করা হচ্ছে।

জায়গাটি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে আরও জিওব্যাগ ড্যাম্পিং করার ব্যবস্থা করা হবে বলেও জানান এ প্রকৌশলী।

সেলিম/টিপু 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়