ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

যুক্তরাজ্যে আম পাঠাতে খরচ বাড়ল ৫৫ টাকা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২০ মে ২০২২  
যুক্তরাজ্যে আম পাঠাতে খরচ বাড়ল ৫৫ টাকা 

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আম পাঠাতে প্রতি কেজিতে খরচ বেড়েছে ৫৫ টাকা। গত বছর বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আম পাঠাতে খরচ হয়েছিল ৩ দশমিক ৫০ পাউন্ড। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৮৩ টাকা। এ বছর খরচ বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশি টাকায় প্রায় ৪৩৮ টাকা। 

বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শামিম খান।

শামিম বলেন, গত ৭ বছর ধরে ইতালি আর ইংল্যান্ডে চাঁপাইনবাবগঞ্জের আম রাপ্তানি হচ্ছে। গত বছরের চেয়ে চলতি মৌসুমে ইংল্যান্ডে আম পাঠানোর খরচ বেড়েছে প্রতি কেজি ৫৫ টাকা। ইংল্যান্ড আর ইতালিতে আম পাঠানোর খরচ প্রায় একই।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আম পাঠাতে যত খরচ বাড়বে, ওই দেশে আমের বাজারে ততো প্রভাব পড়বে। ফলে পাকিস্তান বা ভারতের আমের সঙ্গে মূল্য প্রতিযোগিতায় দেশের আম কুলিয়ে উঠতে পারবে না। দেশের আম রপ্তানি ক্ষতিগ্রস্থ হবে।  
 

শিয়াম/তারা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়