ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভেড়ামারায় দুইটি বাল্যবিবাহ বন্ধ, অর্থদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২০, ২১ মে ২০২২  
ভেড়ামারায় দুইটি বাল্যবিবাহ বন্ধ, অর্থদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় দুইটি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার।

শুক্রবার (২০ মে) দুপুরে পৃথক দুইটি অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেন তিনি। এ সময় দুই মেয়ের পরিবারকে অর্থদণ্ড করা হয়েছে।

দীনেশ সরকার জানান, শুক্রবার দুপুরে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে ও মোকারিমপুর ইউনিয়নে বাল্যবিয়ে হচ্ছে বলে খবর আসে। দুটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে দুইটি পরিবারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মেয়েদের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এ মর্মে অভিভাবকরা লিখিত অঙ্গীকার করেছেন।

কাঞ্চন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়