ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা, দুর্ভোগে লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২১ মে ২০২২   আপডেট: ১২:৫৪, ২১ মে ২০২২
বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা, দুর্ভোগে লাখো মানুষ

ভোর থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে ও অলিগলির ছোট সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ।

শনিবার (২১ মে) সকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুর, বহদ্দার হাট, চকবাজার, দুই নম্বর গেইট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, ঈদগা, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়া এলাকায় জলাবদ্ধতা লক্ষ করা যায়।

এর মধ্যে, দুই নম্বর গেইট এলাকায় প্রায় কোমর সমান পানিতে তলিয়ে যায়। এসময় অফিসগামী ও প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে দুর্ভোগে পড়তে হয়।

অফিসগামী সুব্রত চৌধুরী বলেন, ‘সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়ে দুই নম্বর গেইটে জলাবদ্ধতায় আটকে যাই। ২০ টাকার রিকশা ভাড়া ৫০ টাকা দিয়ে জলাবদ্ধতার অংশ অতিক্রম করতে হয়েছে।’

চাকরিজীবী হোসনে আরা বলেন, ‘বৃষ্টিতে জলাবদ্ধতার দুর্ভোগ আমাদের আর গেলো না। ৩০ টাকার রিকশা ভাড়া ১০০ টাকায় যেতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেও কোমর সমান পানি হয়ে যায়।  জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয় তীব্র যানজট।’

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়