ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গ্রীষ্মকালে হিলি বাজারে শীতকালীন ‘বাঁধাকপি’

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২২ মে ২০২২   আপডেট: ১০:২৪, ২২ মে ২০২২
গ্রীষ্মকালে হিলি বাজারে শীতকালীন ‘বাঁধাকপি’

বাঁধাকপি শীতকালীন সবজি হিসেবেই খ্যাত। এখন এই গ্রীষ্মকালে দিনাজপুরের হিলি বাজারে উঠেছে  বাঁধাকপি, যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। অসময়ে শীতকালীন সবজি বাজারে পেয়ে খুশি ক্রেতারা।

শনিবার (২২ মে) সকালে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, জ্যৈষ্ঠের গরমেও বাজারে বেশ কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি বাঁধাকপি। ব্যবসায়ীরা প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি করছেন। 

সবজি ব্যবসায়ীরা হিলির পার্শ্ববর্তী বিরামপুর হাট থেকে এসব বাঁধাকপি ৩৪ টাকা কেজি দরে পাইকারি কিনে এনেছেন । অসময়ের সবজি দেখে অবাক হলেও অনেকেই কিনছেন তা।

হিলি বাজারে সবজি কিনতে আসা রবিউল ইসলাম বলেন- বাজারে আসছি সবজি কিনতে, এসে চোখে পড়লো শীতকালীন এই সবজি। অসময়ে বাঁধাকপি বাজারে দেখে খুবি ভাল লাগল, তাই এক কেজি ৪০ টাকা কেজি দরে নিলাম।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, বিরামপুর হাট থেকে আমরা সব ধরনের সবজি পাইকারি দরে আনি। হাটে গিয়ে বাঁধাকপি চোখে পড়লো নিয়ে এলাম। ক্রেতারাও বেশ পছন্দ করছেন। 

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়