ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২২ মে ২০২২   আপডেট: ১৫:২৩, ২২ মে ২০২২
জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড 

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নূর মোহাম্মদ অনিক ও মোজাহেদুল ইসলাম রাফিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

রোববার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ।

রায়ে সন্তোষ প্রকাশ করে কাজী সাব্বির আহমেদ বলেন, ‘আসামিরা নাশকতার জন্য বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুত করেছিল।’ 

মামলার বিবরণে জানা গেছে, খুলনা মহানগরীর গল্লামারি এলাকা থেকে ২০২০ সালের ২৫ জানুয়ারি  বিস্ফোরক দ্রব্যসহ অনিক ও রাফিকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে মহানগরীর খানজাহান আলী থানা আওয়ামী লীগ অফিসে বোমা হামলা চালানোর কথা স্বীকার করে জবানবন্দী দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।

নূরুজ্জামান/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়