ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফেনীতে সিলিন্ডার বিস্ফোরণে ভবনের নিরাপত্তা রক্ষী নিহত

ফেনী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২২ মে ২০২২  
ফেনীতে সিলিন্ডার বিস্ফোরণে ভবনের নিরাপত্তা রক্ষী নিহত

ফেনী শহরের উত্তর বারাহীপুর সালাউদ্দিন মোড় এলাকার নয়ন টাওয়ারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিসুর রহমান (৫০) নামে ভবনের নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। 

শনিবার (২১ মে) গভীর রাতে এ বিস্ফোরণ ঘটে। 

নিহত আনিসুর রহমান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের মংলা গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, আনিসুর রহমান নয়ন টাওয়ারের পাঁচতলা ভবনটির নিরাপত্তা রক্ষীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। রাতে নিচতলায় এসে খাবার রান্না করার জন্য নিজ কক্ষে সিলিন্ডারে আগুন দিলে এই বিস্ফোরণ ঘটে। এতে আনিসুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।  

রান্নার কাজ করার সময় অসতর্কতার কারণে সিলিন্ডারের গ্যাস থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফেনী ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই ভবনে লাইনের গ্যাস না থাকায় প্রত্যেক কক্ষে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়ে থাকে। ভবনে থাকা অন্যরা সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। 

ফেনী মডেল থানার ওসি তদন্ত আব্দুর রহিম সরকার জানান, নিরাপত্তারক্ষী আনিসুর রহমান মৃত্যুর ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

সৌরভ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়