ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাটোরে বিশ্ব জীববৈচিত্র্য দিবসে আলোচনা সভা 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২২ মে ২০২২  
নাটোরে বিশ্ব জীববৈচিত্র্য দিবসে আলোচনা সভা 

‘জীববৈচিত্র্য সংরক্ষণ করি, সবার ভবিষ্যৎ নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যে নাটোরের সিংড়ায় বিশ্ব জীববৈচিত্র্য দিবসের বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। 

রোববার (২২ মে) সকাল ১০টার দিকে স্থানীয় কৃষি অফিস হলরুমে আলোচনা সভার আয়োজন করে বন অধিদপ্তর ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন।

সভায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন’র সংগঠনিক সম্পাদক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, পিকেএসএস নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, চলনবিল পাখি নিবাসের সভাপতি ইসাহক আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা চলনবিলের জীববৈচিত্র্য বিলুপ্তি রুখতে সবাইকে ঐক্যবন্ধভাবে কাজ করার আহ্বান জানান। চলনবিলের জলাশয় রক্ষার্থে নদীর পানির গতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনকে অনুরোধও জানান বক্তারা। 

আরিফুল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়