ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জরিমানা করতে চাওয়ায় সার্জেন্টের পজ মেশিন ভাঙলেন মোটরসাইকেল আরোহী!

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২২ মে ২০২২   আপডেট: ১৬:৫৬, ২২ মে ২০২২
জরিমানা করতে চাওয়ায় সার্জেন্টের পজ মেশিন ভাঙলেন মোটরসাইকেল আরোহী!

ঠাকুরগাঁওয়ে হেলমেট না পরার দায়ে জরিমানা করতে চাওয়ায় এক সার্জেন্টের পজ মেশিন ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে বিকাশ রায় (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে।

রোববার (২২ মে) পৌর শহরের বালিয়াডাঙ্গী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিকাশ রায় ঠাকুরগাঁওয়ের সালাম বিহারী অটো রাইস মিলের ট্রাকচালক।

দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মুনাজ্জিম বলেন, ‘হেলমেট না পড়ে গাড়ি চালানোর জন্য এক মোটরসাইকেল আরোহীকে আটক করে মামলা দিতে চাই। কিন্তু এতে তিনি মেজাজ হারিয়ে আমার হাতে থাকা পজ মেশিনটি ভেঙে ফেলেন।’

অভিযুক্ত বিকাশ রায় বলেন, ‘আমি বাসা থেকে মিলে যাচ্ছিলাম ট্রাক বের করতে। হেলমেট না থাকায় পুলিশ মোটরসাইকেলটি থামায়। আমি তাদের কাছে ভুল স্বীকার করি। কিন্তু তারপরও আমাকে তারা ছাড়েনি।’

তিনি আরো বলেন, ‘পুলিশ বলছে, তাদের হাতে থাকা পজ মেশিনটি আমার কারণে ভেঙ্গেছে। কথা বলার সময় আমার হাতে লেগে মেশিনটি মাটিতে পড়ে ভেঙে যায়। এখন পুলিশ যদি মেশিন সামলাতে না পারে, তাহলে কি আমার দোষ?’

হিমেল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়