ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৫৩৫ মে. টন চাল উৎপাদন ব্যাহতের শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২৩ মে ২০২২  
১৫৩৫ মে. টন চাল উৎপাদন ব্যাহতের শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের কয়েকটি এলাকায় উজানের ঢল আর অতিবৃষ্টির কারণে ৫ হাজার বিঘারও বেশি জমির ধান ডুবে গেছে। ফলে ১ হাজার ৫৩৫ মেট্রিক টন চাল উৎপাদন ব্যাহতের শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কৃষি বিভাগ।

গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণের তথ্যমতে, উজানের ঢলে পূর্ণভবা নদী পানিতে ভরে গেছে। নদীর পানি উপচে উপজেলার রাধানগর ইউনিয়নের বিল কুজাইন, ভাটখোর, রোকনপুরগঞ্জ, জশৌল, বিভীষণ, সিংগাবাদ এলাকার পাঁচ হাজারেরও বেশি বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে আছে। উপজেলায় এবার ৪১ হাজার ৮৩২ বিঘা জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে রাধানগর ইউনিয়নে ১২ হাজার ৪৭৫ বিঘা জমিতে চাষ করেন কৃষকরা।

রোকুনপুরগঞ্জের এলাকার ধান চাষি মোসলেম উদ্দিন জানান, আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। গত ৮/১০ দিন ধরে বিল কুজাইনসহ আশপাশের আবাদী জমি উজানের ঢলে ডুবে গেছে। এলাকার পূর্ণভবা নদীর গভীরতা কম। উজানের ঢলে নদী ভরে গেছে। নদীর পানি উপচে এলাকার সব ফসল ডুবে গেছে। পূর্ণভবা নদী খনন করে গভীরতা বাড়ালে এমন বিপদ দেখতে হতো না।

সিংগাবাদ এলাকার এক কৃষক জানান, লালমাটিয়া বাঁধ ভেঙে এলাকার জমির ধান ডুবে গেছে। শ্রমিকও সংকট হয়েছে। ৪০০ টাকার শ্রমিক হাজার টাকা দিতে চেয়েও মিলছে না। 

তিনি বলেন, বাঁধ ভাঙায় স্থলপথ না থাকায় নৌকা দিয়ে ডুবে যাওয়া ধান ডাঙ্গায় আনতে হচ্ছে। জ্বালানির দাম বাড়ায় নৌকা ভাড়াও বেশি নিচ্ছেন মাঝিরা। 

গোমস্তাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তালিকা করলে জানা যাবে। 

গোমস্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার রাইজিংবিডিকে বলেন, সপ্তাহ খানেক ধরে উজানের ঢল আর অতিবৃষ্টির কারণে উপজেলার অন্ততঃ ৫টি এলাকার ধানের জমি ডুবে গেছে। আনুমানিক ১০০০ থেকে ১২০০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি জানান, বন্যায় ধান ডুবে যাওয়ার ফলে ১ হাজার ৫৩৫ মেট্রিক টন চাল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। 

গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন রাইজিংবিডিকে জানান, আগামী বছর যেন কৃষকদের এরকম ক্ষতির মুখে না পড়তে হয়, সেই জন্য পোস্টহারভেস্ট টেকনোলজি ব্যবহার করা হবে। এ পদ্ধতিতে কৃষকরা কম সময়ে ধান মাড়াই করে গোলায় ভরতে পারবে।  

/বকুল/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়