ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মুন্সীগঞ্জে প্রথম নীড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৪ মে ২০২২  
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মুন্সীগঞ্জে প্রথম নীড়

শেখ নিসার আহমেদ নীড়

মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল পর্যায়ে ‘খ’ ক্যাটাগরিতে রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমস্থান অর্জন করেছেন রাইজিংবিডি’র মুন্সীগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের ছেলে শেখ নিসার আহমেদ নীড়।

সোমবার (২৩ মে) প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

‘ক’ ‘খ’ ‘গ’ ও ‘ঘ‘ মোট চার গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপে। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে, একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ গ্রুপে ও স্নাতক ও স্নাতক উত্তীর্ণরা অংশ নেন ‘ঘ’ গ্রুপে।

যেসব বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেগুলো হল- রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত এবং দেশাত্ববোধক গান।

নিসার আহমেদ নীড় কাজী কমরউদ্দিন গভ: ইনস্টিটিউটের বিজ্ঞান বিভাগের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

প্রতিযোগিতায় জেলার ছয় উপজেলার মধ্যে নিসার আহমেদ নীড় সদর উপজেলা থেকে সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন। আগামী ২৯ মে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করবেন তিনি।

রতন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়