ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ২৪ মে ২০২২   আপডেট: ১৭:১৮, ২৪ মে ২০২২
আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রাজাপুর থানার এসআই মামুনসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। 

মঙ্গলবার (২৪ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বাগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। 

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন জানান, মঙ্গলবার আমাদের দলের পূর্ব নির্ধারিত দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা। এই সম্মেলনকে পণ্ড করতে আওয়ামী লীগ নেতারা বাগড়ি এলাকায় কর্মসূচী ঘোষণা করে। এরপর থেকেই আওয়ামী লীগ নেতারা রাস্তায় অবস্থান নেয়। তিনটার দিকে আমাদের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আমাদের দলের কয়েকজন আহত হয়েছেন। আমরা আমাদের দলের কর্মসূচী পূর্ব নির্ধারিত সময় বিকেল ৫টায় আয়োজন করবো।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।  

অলোক/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়