ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইট বোঝাই ট্রলির ধাক্কায় নারীসহ ২ ভ্যানযাত্রী নিহত

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২৫ মে ২০২২   আপডেট: ১১:২৬, ২৫ মে ২০২২
ইট বোঝাই ট্রলির ধাক্কায় নারীসহ ২ ভ্যানযাত্রী নিহত

বাগেরহাটে ইট বোঝাই ট্রলির ধাক্কায় নারীসহ দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত রেশমী বেগম বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী। নিহত আরেকজনের নাম জানা যায়নি। 

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, ‘বাগেরহাট শহর থেকে আসা ইট বোঝাই ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেশমী বেগম নামের একজন নারী নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে আনুমানিক ৪০ বছর বয়সী একজনকে মৃত অবস্থায় পেয়েছি। অন্য আরেজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহত একজন পুরুষ ও একজন নারীর মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।’

এদিকে, স্থানীয়দের অভিযোগ ব্রিজের ঢাল থেকে ওঠা-নামার সময় যানবাহনের বেপরোয়া গতির ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ফলে মেরিন একাডেমি ও চিংড়ি গবেষণা কেন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সবসময় আতঙ্কে থাকতে হয়।

টুটুল/এইচএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়