ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

টুঙ্গিপাড়ায় ২৭ টাকা দরে ধান সংগ্রহ শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২৬ মে ২০২২   আপডেট: ১৭:৪৯, ২৬ মে ২০২২
টুঙ্গিপাড়ায় ২৭ টাকা দরে ধান সংগ্রহ শুরু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলতি মৌসুমে ২৭ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ কর্মসূচি শুরু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে কৃষক হাসমত শেখের ১ টন বোরো ধান সংগ্রহ করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওয়াজিউর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা বিদ্যুৎ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও হেদায়েতুল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে টুঙ্গিপাড়া উপজেলায় মোট ৯৫৪ মেট্রিক টন বোরো ধান কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত কৃষকের কাছ থেকে এ ধান সংগ্রহ করা হবে। 

বাদল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়