ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুন্সীগঞ্জে ৪০০০ লিটার সয়াবিন তেল উদ্ধার, লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২৬ মে ২০২২  
মুন্সীগঞ্জে ৪০০০ লিটার সয়াবিন তেল উদ্ধার, লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে অবৈধ মজুদকৃত ৪ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই বাজারের সাইদ স্টোর ও সেলিম স্টোরে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কোলাপাড়া বাজারে তেল উদ্ধার ও জরিমানা করা হয়। এ সব তথ্য নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযানকালে সেলিম স্টোর থেকে ২ হাজার ২০০ লিটার ও সাঈদ স্টোর থেকে প্রায় ১ হাজার ৮০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এছাড়াও তেল মজুদ রেখে বোতলের গায়ের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করার দায়ে ওই দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

পরে উদ্ধারকৃত সয়াবিন তেল বোতলের গায়ে নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় জিয়াউল মিষ্টি ঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন শ্রীনগর থানার পুলিশের একটি দল ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা সহযোগিতা করেন।

রতন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়