ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএসইসির অফিসিয়াল ফেসবুক চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ২৬ মে ২০২২   আপডেট: ২১:৩৩, ২৬ মে ২০২২
বিএসইসির অফিসিয়াল ফেসবুক চালু

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর নাম ব্যবহারসহ বিভিন্নভাবে গুজব ছড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শ্রেণি প্রতারণা করে আসছে। এবার সেই প্রতারণারোধে ভেরিফাইড ফেসবুক পেজ ও লিংকইন আইডি চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৬ মে) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

নিজেদের স্বার্থ হাসিলের জন্য এক শ্রেণির প্রতারক বিনিয়োগকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সিকিউরিটিজের দর উত্থান-পতনে প্রভাবিত করার জন্য গুজব ছড়িয়ে থাকে। নিয়ন্ত্রক সংস্থা তা প্রতিরোধে আইনগত পদক্ষেপ নিচ্ছে।

এরই মধ্যে মাহবুবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিনিয়োগকারীদের প্রভাবিত করার কাজে ব্যবহৃত বিভিন্ন ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে।

এবার বিনিয়োগকারীদের সঠিক তথ্যের নিশ্চয়তা দিতে বিএসইসির নামে অফিসিয়াল ফেসবুক খোলা হয়েছে। যাতে বিনিয়োগকারীদের সঠিক তথ্য প্রদান এবং নিয়ন্ত্রক সংস্থার নামে ভুয়া ফেসবুক পেজে ছড়ানো গুজব সম্পর্কে জানা যাবে।

বিএসইসির অফিসিয়াল ফেসবুক পেইজে যেতে এখানে ক্লিক করুন। 

ঢাকা/এনটি/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়