ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৪শ যানবাহন 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৭ মে ২০২২   আপডেট: ১১:৫৫, ২৭ মে ২০২২
পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৪শ যানবাহন 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ৪শ যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। 

শুক্রবার (২৭ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য) মো.সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. সালাম হোসেন বলেন, ছুটির দিন থাকায় দৌলতদিয়ামুখী ছোট গাড়ির ভিড় বেড়েছে।  দেড়শ’র মতো ছোট গাড়ি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পার হওয়ার অপেক্ষায় রয়েছে।  অগ্রাধিকারভিত্তিতে বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। তবে বাস তেমন না থাকায় সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। পাটুরিয়ার দুটি ট্রাক টার্মিনালে আড়াইশ’র মতো সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। 

তিনি আরো বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১ টি ফেরির মধ্যে ২০ টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। পর্যাপ্ত ফেরি চলাচল করায় এ নৌরুটে কোন ভোগান্তি নেই। 

চন্দন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়