ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেবুলাইজার মেশিনে স্বর্ণ পাচার, ওসমানীতে যুবক আটক 

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২৭ মে ২০২২   আপডেট: ১৬:১১, ২৭ মে ২০২২
নেবুলাইজার মেশিনে স্বর্ণ পাচার, ওসমানীতে যুবক আটক 

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের পাতসহ মো. আলী আহমদ নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

শুক্রবার (২৭ মে) সকাল ৭টায় দুবাই থেকে আসা ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। আলী আহমদ জেলার গোলাপগঞ্জ উপজেলার উজান মেহেরপুর গ্রামের বাসিন্দা। 

ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার মো. আল আমিন জানান, বাংলাদেশ বিমানের বিজি ০২৪৮ ফ্লাইট দুবাই থেকে সকাল ৭টায় সিলেটে অবতরণ করে। গ্রিনচ্যানেল অতিক্রম করার সময় ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে কাস্টমস। তল্লাশি চালিয়ে অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের ফুসফুসে ওষুধ প্রয়োগের যন্ত্র নেবুলাইজারের ভেতর থেকে স্বর্ণের পাত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।

আল আমিন জানান, মামলা দায়েরের পর আলী আহমদকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হবে। 

নূর আহমদ/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়