ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের’

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ২৭ মে ২০২২  
‘সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অবশ্যই তাদের সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা রয়েছে।’

শুক্রবার (২৭ মে) কুমিল্লায় একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া নির্বাচন কমিশনও এক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ।’

এসময় তাজুল ইসলাম নারায়ণগঞ্জের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচনে সুষ্ঠু হয়েছে। ওই নির্বাচন সারাদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।’

উক্ত অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

শরীফ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়