ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রশিক্ষণ নিতে নেদারল্যান্ডসে গিয়ে ফেরেননি ২ কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৮ মে ২০২২  
প্রশিক্ষণ নিতে নেদারল্যান্ডসে গিয়ে ফেরেননি ২ কনস্টেবল

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের দুই কনস্টেবল ডগ স্কোয়াড টিমের সদস্য হিসেবে নেদারল্যান্ডসে প্রশিক্ষণ নিতে গিয়ে আর দেশে ফেরেননি। তারা হলেন—মো. শাহ আলম এবং রাসেল চন্দ্র দে।

ডগ স্কোয়াড টিমের ৮ সদস্য গত মাসে ১৫ দিনের প্রশিক্ষণ নিতে নেদারল্যান্ডসে যান। প্রশিক্ষণ শেষে গত ২৪ মে ৬ জন দেশে ফেরেন। তবে, দুই কনস্টেবল দেশে ফেরার আগের দিন নিখোঁজ হয়ে যান।

সিএমপির উপ-কমিশনার (সদর) আমির জাফর শনিবার (২৮ মে) এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, চট্টগ্রাম নগর পুলিশের পূর্ণাঙ্গ ডগ স্কোয়াডের সদস্য হিসেবে একজন সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশের আটজনের একটি দলকে নেদারল্যান্ডসে উচ্চতর প্রশিক্ষণ নিতে পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে ৬ জন সদস্য দেশে ফিরলেও ২ জন আসেননি। ফেরার আগের দিন তারা দুজন ঘুরতে যাওয়ার কথা বলে নিজ নিজ পাসপোর্ট নিয়ে নিরুদ্দেশ হন। তাদের ব্যাপারে পুলিশ সদর দপ্তরে মিসিং রিপোর্ট পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অধীনে একটি পূর্ণাঙ্গ ডগ স্কোয়াড গঠন করা হচ্ছে।

রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়